মাসে ৭০ লক্ষ ঘুষ, এই তিন সেবি কর্তার বিরুদ্ধে তদন্ত শুরু সিবিআইয়ে দেখুন..
সারদা কাণ্ডে তদন্তে সিবিআইয়ের স্ক্যানারে এবার তিন সেবি কর্তা। অভিযোগ, সুদীপ্ত সেনের কাছ থেকে মাসে ৭০ লক্ষ টাকা করে ঘুষ নিতেন ওই আধিকারিকরা। ইতিমধ্যেই তাঁদের বিরুদ্ধে তদন্ত করতে চেয়ে সেবি-র চেয়ারম্যানকে চিঠি দিয়েছে সিবিআই।
তদন্তে নেমে সিবিআই জানতে পারে, সে সময় কলকাতায় সেবি-র অফিসের তিন কর্তার উপরে দায়িত্ব বর্তায় নজরদারির। তাঁরা খোঁজখবরও নিতে শুরু করেন। পরে সিবিআইকে লেখা চিঠিতে সারদা-কর্তা সুদীপ্ত সেন অভিযোগ করেন, ইস্টবেঙ্গল কর্তা নীতু ওরফে দেবব্রত সরকার সেবি-র বিষয়টি ‘ম্যানেজ’ করার জন্য মাসে প্রায় ৭০ লক্ষ টাকা করে টানা ১৫ মাস সুদীপ্তর থেকে টাকা নেন। পরে নীতুকে গ্রেফতার করে সিবিআই। তিনি এখন জামিনে মুক্ত।
Comments
Post a Comment